পুলিশের দিকে এসিড, গুলিতে ‘জঙ্গি’ আহত

আপডেট: ফেব্রুয়ারি ২, ২০১৭, ১২:১২ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক


ঢাকার বংশাল থানা এলাকায় পুলিশের তল্লাশি চৌকিতে এসিড ছুড়ে পালানোর সময় গুলিতে আহত হয়েছেন সন্দেহভাজন এক জঙ্গি।
পুলিশের লালবাগ বিভাগের উপ কমিশনার ইব্রাহীম খান বলছেন, জুবায়ের নামের ওই যুবক আনসারউল্লাহ বাংলা টিমের সদস্য।
তাকে গুলিবিদ্ধ অবস্থায় শেরেবাংলা নগরে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইব্রাহীম খান বলেন, সোমবার রাত পৌনে ১২টার দিকে তিন যুবক মোটরসাইকেলে করে বাবুবাজার এলাকা দিয়ে যাওয়ার সময় পুলিশের তল্লাশি চৌকিতে তাদের থামার সংকেত দেয়া হয়।
“ওই সময় তারা দায়িত্বরত পুলিশ সদস্যদের গায়ে এসিড ছোড়ে। এরপর মোটরসাইকেলে করে পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি ছোড়ে। এ সময় জুবায়েরের পায়ে গুলি লাগে। বাকি দুজন পালিয়ে যায়।”
এসিডে বংশাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল রফিকুল ইসলাম দগ্ধ হয়েছেন জানিয়ে ইব্রাহীম খান বলেন, “তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে ।”
মেডিকেল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, কনস্টেবল রফিকুলের মুখম-লের একটি অংশ দগ্ধ হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
বংশাল থানার উপ পরিদর্শক আলী রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জুবায়ের আনসারউল্লাহ বাংলা টিমের সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।”
তার বাকি সঙ্গীদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে লালবাগ পুলিশের উপ কমিশনার ইব্রাহীম খান জানান।- বিডিনিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ