পুলিশের মিথ্যা মামলা থেকে বাঁচতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

আপডেট: মে ২৬, ২০২৪, ১১:৩৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী নগরীর মিজানের মোড় এলাকায় মুদি দোকানীকে মাদক মামলায় দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। তার বিরুদ্ধে আগের এক মাদক মামলার আসামী করা হয়েছে বলে দাবি করেছে পরিবারটি।
রোববার (২৬ মে) বিকেলে জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগী ওই দোকানীর নাম সুমন আলী। তিনি শ্যামপুর এলাকার আকবর আলীর ছেলে। মিজানের মোড়ে তার একটি মুদি দোকান আছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুমনের ছোটবোন সুমাইয়া। তিনি বলেন, মতিহার থানার এসআই সুনিরাম মুরমু ও এসআই আবদুর রউফ সুমনের দোকানে গিয়ে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে তার কাছে টাকা দাবি করে। চাহিদামতো টাকা দিতে না পাড়ায় সুমন আলীর নামে মাদকের মিথ্যা মামলা দেয়া হয়েছে।

সুমাইয়া বলেন, শনিবার (২৫ মে) রাত ১০টা ৫০ মিনিটে তালাইমারী (পাওয়ার হাউজপাড়া) এলাকা থেকে এক নারীকে মাদকসহ আটক করে মতিহার থানা পুলিশ। সেই মামলায় পলাতক হিসেবে ব্যবসায়ী সুমনকে দেখিয়ে মামলা করা হয়। মামলায় যে সময় উল্লেখ আছে সে সময়ে সুমন তার দোকানে ছিলো। যার সিসিটিভি ফুটেজ ভুক্তভোগীদের কাছে সংরক্ষিত আছে বলেও জানানো।
মিথ্যা মামলাটি তদন্তপূর্বক প্রত্যাহারের দাবি জানিয়েছে পরিবারটি। মতিহার থানার এসআই সুনিরাম মুরমু ও এসআই আবদুর রউফের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

মতিয়ার থানার এসআই সুনিরাম মুরমুকে ফোন দিলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি। তবে থানায় গিয়ে কথা বলার জন্য বলেন।
মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক পারভেজ বলেন, তাদের কাছে যদি সে-রকম কোন সিসিটিভি ফুটেজ থাকে তাহলে এ ঘটনার তদন্ত হবে। তদন্ত হওয়ার পর অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।