শনিবার, ১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণার দায়ে এক যুবককে তিন বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।
সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
এসময় এক লাখ টাকা অর্থদন্ডসহ অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেয় আদালত।
সাজাপ্রাপ্ত যুবকের নাম আমিরুল ইসলাম ওরফে আমিনুল (২৮)। সে নওগাঁ সদর উপজেলার খাগড়া জেলেপাড়ার মৃত আফছার আলী মন্ডলের ছেলে।
রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ইসমত আরা জানান, আসামি আমিনুল তার ফোনে তৎকালীন পুলিশের প্রধান বেনজির আহমেদের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে বিভিন্ন লোকজনকে প্রতারণা করে আসছিল। এমন সংবাদের প্রেক্ষিতে ২০২১ সালের ২২ আগস্ট রাতে নওগাঁ সদর থানা পুলিশের একটি দল আসামিকে আটক করে। তার ব্যবহৃত মোবাইল ফোন চেক করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের প্রমাণ মেলে।
জিজ্ঞাসাবাদে আমিনুল স্বেচ্ছায় পুলিশের প্রধানের নাম ও ছবি ব্যবহার করে প্রতারণা করার বিষয়টি স্বীকার করে। পরে নওগাঁ থানা পুলিশ আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। এরপর আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। আদালত সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় ঘোষণা করে। আসামির মূল হাজতবাস কারাদন্ড থেকে বাদ যাবে বলেও রায়ে উল্লেখ করা হয়।
রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা আরও জানান, মামলার সাক্ষ্য ও ডিজিটাল ফরেনসিক প্রতিবেদনে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই আদালত তাকে দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।