শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
নাটোর অফিস
পুলিশ হত্যা চেষ্টাসহ একাধিক নাশকতার মামলার আসামি জামায়াত নেতা রফিকুল ইসলামকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে তাকে নাটোর সদর উপজেলার কাফুরিয়া থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রফিকুল কাফুরিয়া ইউনিয়নের জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক ও কাফুরিয়া গ্রামের বাসিন্দা।
নাটোর সদর থানার এসআই সৈকত জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নাটোর সদর উপজেলার কাফুরিয়া গ্রামে অভিযান চালায়। অভিযানকালে দেশ ব্যাপীচলা নাশকতার অংশ হিসেবে রাজশাহী শহরে পুলিশের টিএসআই জাহাঙ্গীরের উপর হামলা ও তাকে হত্যা চেষ্টাসহ একাধিক নাশকতা মামলার আসামি জামায়াত নেতা রফিকুল ইসলাম গ্রেফতার করা হয়। সে এঘটনার পর থেকে দীর্ঘ দিন যাবৎ পলাতক ছিল।