রবিবার, ২৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
বৈকালী সংঘ আয়োজিত তিন দিনব্যাপি ওয়ান ব্যাংক পুষ্প মেলা শেষ হয়েছে। গতকাল রোববার বিকেলে নগরীর মনিবাজার চত্বরে এ উপলক্ষে সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মিজানউদ্দিন।
বক্তব্যে তিনি বলেন, রাজশাহী এখন সুন্দর ও উন্নয়নে সিটিতে পরিণত হয়েছে। রাজশাহী প্রকৃত নগরায়নের দিকে এগিয়ে যাচ্ছে। কারণ নগরীতে নতুন নতুন বড় ভবন ও রাস্তা নির্মাণ হয়েছে। আলোক সজ্জায় সৌন্দর্য্য বর্ধিত করা হয়েছে। এখন এসব ভবনের ছাদগুলোতে ফুলের বাগান হচ্ছে। এখন রাজশাহীতে পুষ্প মেলা হচ্ছে। এটায় প্রমাণ করে যে রাজশাহী একটি সুন্দর নগরায়নের দিকে ধাবিত হচ্ছে।
তিনি বলেন, রাজশাহীতে রয়েছে একটি ঐতিহাসিক জাদুঘর রয়েছে। সেখানে এ অঞ্চলের অনেক ঐতিহাসিক নির্দশন রয়েছে। সেগুলো ছোট ছোট ছেলে-মেয়েদের দেখালে ইতিহাস সম্পর্কে জ্ঞান বাড়বে। ফুলের সাথে সাথে ঐসব ঐতিহাসিক নির্দশন এবং সাংস্কৃতিক চর্চা বাড়াতে হবে। এতে রাজশাহীর সুন্দর নগরায়নের পথ প্রশস্ত হবে।
বৈকালী সংঘের সভাপতি এওয়াইএম মনিরুজ্জামান ছানার সভাপতিত্বে পুষ্প মেলার সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, ওয়ান ব্যাংকের অ্যাসিস্টে- জেনারেল ম্যানেজার আব্দুল মান্নান, বৈকাল সংঘের ভাইস প্রেসিডেন্ট রফিকুল ইসলাম, বৈকালী সংঘের সহসভাপতি রফিকুল ইসলাম সওদা, সাধারণ সম্পাদক রইস উদ্দিন বাবু প্রমুখ। মেলা উপলক্ষে চিত্রাঙ্কণ, নৃত্য, আবৃতি সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্য থেকে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। এছাড়া অংশগ্রহণকারীদের সবাইকে শান্তনা পুরস্কার প্রদান করা হয়।