পৃথক অভিযানে মাদক ও জুয়ার সরঞ্জামাদি উদ্ধার; গ্রেফতার ৭

আপডেট: জানুয়ারি ২২, ২০২৪, ৯:০৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


নগরীর মতিহার ও রাজপাড়া থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৩৫ গ্রাম হেরোইন, ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও জুয়ার সরঞ্জামাদিসহ ৭ ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। খবর বিজ্ঞপ্তির

গ্রেফতারকৃত আসামিরা হলো- নগরীর মতিহার থানার চর শ্যামপুরের মৃত নাজিমুদ্দিনের ছেলে হাসান আলী (৩৯), দামকুড়া থানার চর মাজারদিয়াড় পূর্বপাড়ার কাইমুদ্দিন কালুর ছেলে রাজু শেখ (২০) ও আলমগীর হোসেন (৪০), রাব্বুল শেখ (৬৩), সেলিম হোসেন (৫৭), আ. মজিদ (৪২), মাহাবুল (৫৪)।
বিজ্ঞপ্তিতে জানান হয়, রোববার (২১ জানুয়ারি) নগর গোয়েন্দা পুলিশের একটি টিম বিকাল পৌনে ৫ টায় মতিহার থানার চরশ্যামপুর গ্রামে অভিযান চালিয়ে আসামি হাসান আলীকে গ্রেফতার করে। কিন্তু তার স্ত্রী ইতি বেগম কৌশলে পালিয়ে যায়। এসময় সেখান থেকে ৩৫ গ্রাম হেরোইন উদ্ধার হয়।

অপর একটি অভিযানে বিকাল পৌনে ৫ টায় রাজপাড়া থানার বুলনপুর ঘোষপাড়া নদীর ধারে অভিযান চালিয়ে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ আসামি রাজুকে গ্রেফতার করা হয়।
এছাড়াও বিকেল সোয়া ৪ টায় রাজপাড়া থানার দাশপুকুর মোড়ে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৫ জনকে আটক করা হয়। এসময় আসামিদের কাছ থেকে তাস ও নগদ অর্থ উদ্ধার হয়।
আসামিদের বিরুদ্ধে আরএমপি’র মতিহার ও রাজপাড়া থানায় মাদকদ্রব্য ও জুয়া আইনে মামলা রুজু করে গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version