সোমবার, ২৭ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছে। বড় দুর্ঘটনাটি ঘটে কুমিল্লায়। একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে ৬ জন নিহত হয়। নওগাঁয় পৃথক দুর্ঘটনায় ৩ জন এবং নেত্রকোণা, আশুলিয়া ও কিশোরগঞ্জে একজন করেন তিন জন নিহত হয়।
বাস খাদে, কুমিল্লায় নিহত ৬
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ছয়জনের মৃত্যু হয়েছে; গুরুতর আহত হয়েছেন ৩২ জন।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবদুল আওয়াল জানান, ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের ঝিংলাতলী এলাকায় শনিবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা।
নিহতরা হলেন – নীলফামারীর আতিয়া (৪৮), এনামুল (৬০) ও অজ্ঞাতপরিচয় চারজন।
র্যাব-১১-এর ডিএডি মো. এমদাদ বলেন, নীলফামারী থেকে ছেড়ে আসা ঝুমুর পরিবহনের একটি বাস দাউদকান্দির ঝিংলাতলী এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
নওগাঁয় পৃথক দুর্ঘটনায় নিহত ৩
নওগাঁ সদর ও আত্রাই উপজেলায় দুটি সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন; আহত হন আরও তিন জন।
শনিবার এ দুই দুর্ঘটনায় আহতদের মধ্যে লক্ষ্মণ চন্দ্র (৩৫) নামের একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুজনের পরিচয় জানা যায়নি।
নিহতরা হলেন, আত্রাই উপজেলার রসুলপুর গ্রামের অনাথ চন্দ্রের ছেলে বিশ্বজিৎ কুমার (২৬), একই গ্রামের আজাদ হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (৩৬) এবং জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কুলালা গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে এপু (৩৬)।
আশুলিয়ায় ট্রাকের ধাক্কায় শিশু নিহত
আশুলিয়ায় ট্রাকের ধাক্কায় মরিয়ম নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুর বাবা আজাদ ও মা আরজু বেগম।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নিরিবিলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নেত্রকোণায় বাসচাপায় ব্যবসায়ী নিহত
নেত্রকোনার সদর উপজেলার বাইড়াউড়া এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী হাবিবুর রহমান (৪৫) নিহত হয়েছেন।
শুক্রবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে নেত্রকোনা-কেন্দুয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুর আটপাড়া উপজেলার তেলীগাতি ইউনিয়নের কাছারপুর গ্রামের মৃত মমতাজ উদ্দিন ফকিরের ছেলে। ।
কিশোরগঞ্জে মোটরসাইকেল আরোহী নিহত
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পিরিজপুর মধ্যপাড়া এলাকায় ট্রাক চাপায় ইসমাইল হোসেন তুষার (২৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার দিনগত রাত ১০টার দিকে বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।