পৃথিবীতে ফের ফিরতে চলেছে ডাইনোসোর যুগ, কেন বললেন বিজ্ঞানীরা

আপডেট: অক্টোবর ২৫, ২০২৪, ৯:২১ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক


ফের পৃথিবীর বুকে ফিরতে পারে ডাইনোসোর। ভাবলেই অবাক হয়ে যেতে হয়। তবে বিজ্ঞানীরা এই চেষ্টাতেই ব্যস্ত। তবে এই খবর পড়ে চিন্তার কোনও কারণ নেই। এই সমস্ত ডাইনোসের করা হবে রোবট হিসাবে। শুধু ডাইনোসোর নয়, বেশ কয়েকটি প্রাচীন প্রাণীকে ফের একবার পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসার কাজ করছেন বিজ্ঞানীরা।



পৃথিবীতে একসময় দাপটে নিজেদের রাজত্ব করেছিল ডাইনোসোর। তারপর প্রকৃতির নিয়মে তারা বিলুপ্ত হয়ে যায়। বিজ্ঞানীরা মনে করেন হাজার হাজার বছর আগে হারিয়ে যাওয়া এই প্রাণীগুলি আজও মানুষের কাছে সমান রহস্যময়। তাই ফের যদি রোবটের আকারে এদের ফিরিয়ে আনা যায় তাহলে বর্তমান সমাজ ফের নতুন করে এদের বিষয়ে জানতে পারবে। এমনকি জুরাসিক পার্কের মত একটি পার্ক করার কথাও ভাবছেন বিজ্ঞানীরা। এখানে ডাইনোসোরের জন্ম থেকে শুরু করে বড় হওয়া সবই থাকবে এখানে।

তবে চিন্তা করার কারণ নেই, কারণ এগুলি সবই হবে রোবট। পর্দায় যা ছিল বাস্তবের আকারে সেটাই এবার হয়তো ধরা দেবে রোবটের আকারে। এই কাজে যে বিপুল পরিমাণ অর্থ খরচ হবে তারও ব্যবস্থা করা হয়ে গিয়েছে। তবে কোথায় করা হবে এই রোবট ডাইনোদের বাসস্থান সেটি কিন্তু এখনও স্থির করা হয়নি।

আসলে ডাইনো রোবট তৈরি করতে যে সময় লাগবে সেই বিষয়টি মাথায় রেখেছেন বিজ্ঞানীরা। হারিয়ে যাওয়া এই প্রাণীদের যদি ফের দেখা যায় তাহলে সেটি কোনও জীবন্ত জাদুঘরের থেকে কম হবে না। আট থেকে শুরু করে আশি সকলের মধ্যেই একে ঘিরে তৈরি হবে নতুন করে উত্তেজনা।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

 

এ বিভাগের অন্যান্য সংবাদ