পৃথিবী ডুবলেও বেঁচে থাকবে মানুষ, এবার জলের নিচে বাড়ি!

আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ৮:৪৩ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক


সমুদ্রের নিচে ডুবুরি তো গিয়েছে বহুকাল আগেই। তবে স্থায়ীভাবে জলের নিচে ঘর করে থাকার পরিকল্পনাকে এবার বাস্তব রূপ দিতে চলেছেন ডিপ নামে একটি প্রতিষ্ঠান। যদি পৃথিবী পরবর্তীকালে জলের তলায় চলে যায় তাহলে পৃথিবীবাসীরা জলের নিচে যাতে বসবাস করতে পারেন সেজন্য আগাম এই ব্যবস্থা।

মনে করা হচ্ছে সমুদ্রের নিচে ২০০ মিটার পর্যন্ত একটি ঘর তৈরি করে সেখানে থাকার ব্যবস্থা করা হচ্ছে। সেখানে ৬ জন বা তার বেশি মানুষ থাকতে পারবেন। জলের তলায় যদি বিশালকায় প্রাণী এসে হামলা করে তাহলে সেখান থেকেও সকলকে বাঁচিয়ে রাখবে এই বাড়ি।

জলের নিচে থাকা এই বাড়িতে সব ধরনের সুবিধা থাকবে। সেখানে রান্না করা থেকে শুরু করে বিনোদনের সমস্ত ব্যবস্থা থাকবে। ঠিক যেমনভাবে নাসার বিজ্ঞানীরা মহাকাশে মানুষ পাঠিয়ে সেখানে মাসের পর মাস থাকার ব্যবস্থা করেছেন ঠিক তেমনভাবে জলের নিচে এই ব্যবস্থা করা হবে। যেহেতু পৃথিবীর তিনভাগ জল রয়েছে তারফলে যদি বাকি স্থলভাগ জলের নিচে যায় তাহলে সেখান থেকে সকলের বাঁচার এটাই পথ হতে পারে। মহাকাশে থাকতে হলে যেমন বিশেষ ধরনের পোশাক গায়ে দিতে হয় ঠিক তেমনই জলের নিচে থাকতে হলে বিশেষ পোশাক গায়ে দিতে হবে। যদি এটি আবিষ্কার করা হয় তাহলে সেটি মহাকাশ বিজ্ঞানের মতোই জনপ্রিয়তা লাভ করবে।

এই কাজে খরচ পড়বে প্রায় ১ হাজার কোটি টাকা। যদি সঠিকভাবে সমস্ত কাজটি শেষ করা হয় তাহলে জলের নিচে মানুষের থাকা খুব একটা দুষ্কর হবে না। যদি মাটির উপরে এত বড় ইমারত তৈরি করে সকলে থাকতে পারেন তাহলে জলের নিচেই বা কেন তা হবে না। সেই কাজকেই এবার বাস্তব রূপ দিতে ডিপ।

সেই কাজকেই তারা এগিয়ে নিয়ে চলেছে। যদি সবকিছু ঠিক থাকে তাহলে ২০২৭ সালের মধ্যেই তৈরি হয়ে যাবে এই বাড়ি। একে দেখতে বেশি অপেক্ষার প্রহর গুনতে হবে না। অতি অল্প সময়তেই সকলের নজরে আসবে এই বাড়ি।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version