সোমবার, ২১ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
পেরুতে বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। দেশটির আয়াকুচো এলাকায় মঙ্গলবার (১৪ মে) একটি বাস উল্টে ঢালে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
পেরুর স্বাস্থ্য মর্র্š¿ণৈালয় এক বিবৃতিতে হতাহতের কথা উল্লেখ করে জানায়, বাসে ৪০ জনের বেশি যাত্রী নিয়ে লিমা থেকে আয়াকুচো যাচ্ছিল।
আয়াকুচোর কর্মকর্তা উইবার ভেগা সাংবাদিকদের বলেছেন, ইতোমধ্যে ১৩টি লাশ উদ্ধার হয়েছে। আরো ৩টি লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে।
শিলাবৃষ্টিসহ খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানান তিনি।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন