পেয়ারা রফতানির বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে উঠছে কালইর বাজার

আপডেট: জানুয়ারি ৯, ২০২৪, ১০:৫২ অপরাহ্ণ

নাচোল প্রতিনিধি:


পেয়ারা রফতানির মাধ্যমে বাণিজ্যিক কেন্দ্র হিসেব গড়ে উঠছে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়নের কালইর বাজার। চাঁপাইনবাবগঞ্জ জেলার মধ্যে, নাচোল উপজেলার কসবা ইউনিয়নে প্রথম শুরু হয়েছিল পেয়ারার চাষাবাদ। তারি ধারাবাহিকতায় বর্তমানে দেদারসে চলছে পেয়ারার ব্যবসা। সেই সুবাদে কালইর বাজারে শুরু হয় পেয়ারার আমদানি। এবং সেখান থেকে ঢাকা, চট্টগ্রাম, ফেনীসহ দেশের বিভিন্ন জায়গায় শুরু হয় রফতানি। পরে, পেয়ারার পাশাপাশি বর্তমানে ড্রাগন, আম্রপালি, বারি-৪, কাটিমন আম, বরই, মালটাসহ বিভিন্ন জাতের চাষাবাদে সারা ফেলেছেন চাষিরা।

কালইর বাজারের পেয়ারা ব্যবসায়ী ভুটু মিয়া জানান আমি প্রায় ১০ বছর থেকে পেয়ারার ব্যবসা করছি। আমার দেড়শত বিঘা পেয়ারার বাগান আছে। ব্যবসায়ী খলিলুর রহমান বলেন, আমি অনেক দিন থেকে ব্যবসা করে আসছি। দেশের বিভিন্ন স্থানে পেয়ারা রফতানি করে থাকি এবং আমরা এই কালইর বাজারকে পেয়ারার রাজধানী মনে করি । ব্যবসায়ী ইমন আলী বলেন, ১০ থেকে ১২ বছর ধরে পেয়ারার ব্যবসা করছি। ব্যবসা করে নিজে ভালো আছি এবং আমাদের এখানে যারা কাজ করে তারাও ভালো আছে।

ব্যবসায়ীরা বলেন, আমাদের এই এলাকার পেয়ারা খেতে অনেক সুস্বাদু। এতে করে সব জায়গার চাইতে আমাদের এখান থেকে রফতানিটা বেশি হয়। পেয়ারা ব্যবসায়ীরা জানান, ব্যবসার প্রথমদিকে প্রতিদিন একটি, দুটি করতে, করতে এখন পেয়ারার ফুল মৌসুম সময়ে দৈনন্দিন প্রায় ৬০ থেকে ৭০টি ট্রাক ও মিনি পিকাপ ছেড়ে যায় দেশের বিভিন্ন এলাকায়। সবমিলিয়ে প্রতিদিন আনুমানিক ৯ থেকে সাড়ে ৯শ মণ এবং বর্তমান এখন, ৩থেকে সাড়ে ৩শ মণ মালামাল আমদানি ও রপ্তানি হয়।

কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মেহেরাব জাকারিয়া বলেন, এই বাজারে যে হারে পেয়ারা আমদানি ও রফতানি হয়, সেটা আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলায় আর কোন স্থানে হয় না। নাচোল উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে, এই কালইর বাজারের পেয়ারা ব্যবসায়ীর দিকে যেন, একটু সুনজর দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ