সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
পোরশা (নওগাঁ) প্রতিনিধি :
পোরশায় আরিফ হোসেন নামের এক আম ব্যবসায়ীর বাজাজ ডিসকভার ১২৫সিসির একটি মোটরসাইকেল ছিনতাই হয়েছে। আম ব্যবসায়ী আরিফ হোসেন উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়নের কাদিপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে।
আরিফ হোসেন জানান, তিনি মঙ্গলবার (২৩ জানুয়ারি) তার গ্রামের এক বন্ধুর থেকে মোটরসাইকেলটি চেয়ে নিয়ে শ্বশুর বাড়ি পোরশা সদরে যান। শ্বশুর বাড়ি থেকে ওই দিন রাত ৮টায় তিনি বাড়ি আসার পথে গাঙ্গুরিয়া-কাদিপুর রাস্তার লালমাটিতলা এলাকায় পৌঁছিলে একদল ছিনতাইকারি তার পথরোধ করে।
এসময় তাকে বেধে রেখে মোটরসাইকেলটি নিয়ে যায় ছিনতাইকারিরা। আরিফ হোসেন আরো জানান, শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসা তার নিকট নগদ ২ লক্ষ টাকা ছিল। তবে ওই টাকাগুলো নেয়নি ছিনতাইকারিরা।
এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান জানান, এঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না। তবে কেউ অভিযোগ করলে তিনি আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান।