পোরশায় ইউএনও কতৃক বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

আপডেট: অক্টোবর ৮, ২০২৪, ৯:২৪ অপরাহ্ণ

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :


নওগাঁর পোরশায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনান। মঙ্গলবার (৮ অক্টোবর) উপজেলার মশিদপুর ইউপির বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি। এসময় তার সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটো ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পূজা উদযাপন কমিটির সভাপতি সুদেব সাহা।

পরিদর্শন শেষে পূজা মন্ডপের সার্বিক কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। উপজেলা নির্বাহী অফিসার জানান, এবারে উপজেলার ১৩টি মন্দিরে হিন্দু সনাতন ধর্মালম্বীদের দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন, ট্যাগ অফিসার ও ৬জন করে আনসার নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি থাকবে পুলিশও।

Exit mobile version