পোরশায় ইসলামী আন্দোলনের আলোচনা সভা

আপডেট: আগস্ট ৩১, ২০২৪, ৭:১২ অপরাহ্ণ

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :



নওগাঁর পোরশায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলার ঘাটনগর ইউনিয়ন শাখার আয়োজনে সোমনগর উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ পোরশা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা হুজ্জাতুল্লাহ শেখ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের নওগাঁ জেলা শাখার সভাপতি মাস্টার আশরাফুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মামুনুর রশিদ শাহ্ ও সাবেক সভাপতি আলহাজ্ব তৈয়ব শাহ্ চৌধুরী। এসময় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোস্তাফিজুর রহমান, সিনিয়র সদস্য আলহাজ্ব মাওলানা উমর আলী সরদার ও আলহাজ্ব মাওলানা মোখলেছুর রহমান, গাংগুরিয়া ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হক মাষ্টার, তেঁতুলিয়া ইউনিয়ন শাখার সভাপতি ডা. আব্দুল মোত্তালেব শাহ ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ছাত্র আন্দোলনে শহীদ ও আহত সকলের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়

এ বিভাগের অন্যান্য সংবাদ