পোরশায় উপজেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ

আপডেট: জানুয়ারি ৭, ২০২৫, ১২:০৮ অপরাহ্ণ


পোরশা (নওগাঁ) প্রতিনিধি :


নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকালে উপজেলার ছাওড় ইউপির দানিপুকুর সাধুপোল মাধ্যমিক বিদ্যালয় মাঠে দেড় শতাধীক শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগ হতে প্রাপ্ত শীতবস্ত্র উপজেলা প্রশাসনের আয়োজনে ও খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) সংস্থার বাস্তবায়নে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনান।

উপজেলার ছাওড় ইউনিয়নের ১০০টি ক্ষুদ্র নৃগোষ্ঠী ও ৫০টি অন্যান্য পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক, সিসিডিবি সংস্থার উপজেলা কো-অর্ডিনেটর স্টিভ রায় রুপন, স্থানীয় ছাত্র প্রতিনিধি, সিসিআরসির নেতৃবৃন্দ, প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।