পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠী যুবকের লাশ উদ্ধার

আপডেট: মে ১৩, ২০২৪, ১:৫২ অপরাহ্ণ

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :


নওগাঁর পোরশায় মনসা (৩৮) নামের এক ক্ষুদ্র নৃগোষ্ঠী যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মনসা নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার সিরাজপুর গ্রামের খোকার ছেলে। সোমবার (১৩ মে) সকালে উপজেলার সারাইগাছী-আড্ডা সড়কের বন্ধুপাড়া মোড় সংলগ্ন ব্রিজের নিচ থেকে তার লাশটি উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানান, ছাওড় ইউনিয়নের খাতিরপুর গ্রামের আত্মীয়ের বাড়িতে দু’দিন আগে বেড়াতে এসেছিলেন মনসা। রোববার (১২ মে) সন্ধ্যার পর থেকে হঠাৎ তিনি নিখোঁজ ছিলেন। সোমবার সকালে স্থানীয়রা তার লাশ ব্রিজের নিচের পানিতে ভাঁসতে দেখে থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।

পোরশা থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান জানান, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। মনসা মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে বলেও তিনি জানান।

Exit mobile version