পোরশায় খাদ্যমন্ত্রীকে গণসংবর্ধনা

আপডেট: জানুয়ারি ২৭, ২০২৪, ৯:২৯ অপরাহ্ণ


পোরশা (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁ-১ (পোরশা, সাপাহার, নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) বিকাল ৩টায় উপজেলার সারাইগাছী স্কুল মাঠে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে গণসবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম।

চতুর্থ বারের মতো সংসদ সদস্য ও দ্বিতীয় বারের মত খাদ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় সাধন চন্দ্র মজুমদারকে উপজেলা আওয়ামী লীগ ও এর বিভিন্ন অংগ সংগঠনের পক্ষ থেকে এবং উপজেলার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা গ্রহন শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লাহ।

এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ