বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ ।
পোরশা (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর পোরশায় ৫১তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সমিতির আয়োজনে সোমবার (৭ অক্টোবর) নিতপুর শহীদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ে প্রতিযোগীতা শেষে বিকালে ওই পুরস্কার বিতরণ করা হয়। বিভিন্ন উভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনান।
বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কনক রায়। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি একরামুল হক শাহ্, সাধারন সম্পাদক শরিফুল ইসলাম, শহীদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।