শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
পোরশা (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর পোরশায় ছাওড় ইউপির আয়োজনে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের এই কর্মশালা উপলক্ষে র্যালি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলার মশিদপুর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে বিদ্যালয় মিলনায়তনে ছাওড় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মশিদপুর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুন, ছাওড় ইউপির প্রশাসনিক কর্মকর্তা আতিকুর রহমান, সাংবাদিক ডিএম রাশেদ প্রমুখ।
কর্মশালায় ২০২৪ এর গণঅভ্যুত্থানে সকল শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন শেষে তরুণদের সাথে আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজের দায়িত্ব শীর্ষক মতবিনিময় ও মতামত গ্রহন এবং ২০২৪ এর গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এসময় অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।