পোরশায় জনবল সংকটে সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত

আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৪, ৯:০১ অপরাহ্ণ

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর পোরশায় স্বাস্থ্য খাতে অর্ধ শতাধীক পদ শূণ্য থাকায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র গুলিতে প্রায় অর্ধ শতাধীক পদ শূন্য থাকায় চিকিৎসা নিতে আসা মানুষেরা ভোগান্তি পোহাচ্ছেন। পাশাপাশি জনবল সংকটের কারণে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকান্ড ব্যহত হচ্ছে বলেও জানাগেছে।

জনবল সংকটে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে মঞ্জুরীকৃত পদ সংখ্যা ১৪২টি। এই মঞ্জুরীকৃত পদের ৫২জন কর্মকর্তা-কর্মচারীর পদ শূন্য থাকায় স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলিতে রোগীরা যেমন সাধারণ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, তেমনি স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকান্ডও ব্যহত হচ্ছে বলে জানাগেছে।

মঞ্জুরীকৃত ১৪২টি পদের মধ্যে বিভিন্ন পদে ৯০জন কর্মরত রয়েছেন। পদশূন্য রয়েছে ৫২টি। যা মঞ্জুরীকৃত পদের ৩৭%। বাকি শূন্য পদগুলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১জন করে জুুনিয়র কনসালটেন্ট (মেডিসিন), জুুনিয়র কনসালটেন্ট (শিশু), জুুনিয়র কনসালটেন্ট (চক্ষু), জুুনিয়র কনসালটেন্ট (ইমনিটি), জুুনিয়র কনসালটেন্ট (চর্ম ও যৌন), জুুনিয়র কনসালটেন্ট (কার্ডিওঃ), আবাসিক মেডিকেল অফিসার, ইমার্জেন্সি মেডিকেল অফিসার, মেডিকেল অফিসার (ইনডোর), সহকারি ডেন্টাল সার্জন, মেডিকেল অফিসার (আয়ুর্বেদিক) ও ১জন প্যাথলোজিস্ট।

এছাড়াও ১জন করে এ্যানেসথেশিওলজিস্ট, ডাটা এন্ট্রি অপারেটর/পরিসংখ্যানবিদ, মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল), ২জন উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার, ১জন করে ভান্ডার রক্ষক, জুনিয়র মেকানিক্স, ড্রাইভার, ২জন কম্পিউটার অপারেটর, ১জন করে ক্যাশিয়ার, স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য শিক্ষাবিদ, ২জন সহকারি স্বাস্থ্য পরিদর্শক, ৪জন স্বাস্থ্য সহকারি, ৬জন অফিস সহায়ক, ১জন নার্সিং সুপারভইজার, ১জন করে সহকারি নার্স, ওয়ার্ড বয়, আয়া, মালী ও ৫জন পরিচ্ছন্নতাকর্মী।

অপরদিকে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলির মধ্যে পোরশা ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে ১জন উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার। নিতপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে ১জন উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার, নোনাহার ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে ১জন মেডিকেল অফিসার, ঘাটনগর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে ১জন সহকারি সার্জন ও ১জন উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার পদ শুন্য রয়েছে। শূন্য থাকা পদগুলিতে জনবল নিয়োগ করলে পোরশা উপজেলার জনগণ শতভাগ স্বাস্থ্য সেবা পেতে পারে।

পোরশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক রেজা জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা-কর্মচারীদের পদ শুন্য থাকায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে এবং প্রশাসনিক কাজে বিঘ্ন ঘটছে। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিভিল সার্জন নওগাঁ বরাবর পত্র দিয়েছেন বলেও জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ