পোরশায় দাখিল ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় ৬ পরীক্ষার্থী বহিস্কার

আপডেট: মার্চ ৫, ২০২৪, ১০:৫৩ অপরাহ্ণ

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:চলতি এসএসসি সমমানের পরীক্ষায় নওগাঁর পোরশা নিতপুর দারুচ্ছুন্না সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে ৬ জন দাখিল পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) ইংরেজি ২য় পত্র পরীক্ষা চলাকালিন সময় অসৎউপায় অবলম্বনের দায়ে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান তাদের বহিস্কার করেন। এসময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বহিস্কৃত পরীক্ষার্থীরা কাতকইল দাখিল মাদ্রাসার-১জন, ইসলামপুর দাখিল মাদ্রাসার-১জন, গাঙ্গুরিয়া দাখিল মাদ্রাসার-১জন, কালুকান্দর দাখিল মাদ্রাসার-২জন ও বাদকহেন্দা দাখিল মাদ্রাসার- ১ জন ছাত্র বলে জানা গেছে। নিতপুর দারুচ্ছুন্না সিনিয়র ফাজিল মাদ্রাসার কেন্দ্র সচিব আব্দুল বাসির বিষয়টি নিশ্চিত করেছেন।