পোরশায় নববর্ষ উদযাপন

আপডেট: এপ্রিল ১৫, ২০২৫, ১:২৬ অপরাহ্ণ


পোরশা (নওগাঁ) প্রতিনিধি :


নওগাঁর পোরশায় নানান কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। গত সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ দিবসটির সূচনা করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনানের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে মহিষের গাড়ি নিয়ে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

পরে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতা, লোকজ মেলা এবং উপজেলা পরিষদ মিলনায়তনে শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনান, থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক, উপজেলা সমাজেসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ।