সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
পোরশা (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর পোরশায় পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের অফিসের মাথার উপর দেয়াল থাকা শেখ হাসিনার ছবি নামালেও তার নাম বিদ্যুৎ বিলের কাগজের উপর এখনও রাখা হয়েছে। গ্রাহকদের বাড়িতে বাড়িতে পৌছিয়ে দেওয়া বিদ্যুৎ বিলের ঐ কাগজের সব উপরে বড় অক্ষরে লেখা রয়েছে ‘শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ।
চলতি মাসে বিদ্যুৎ বিলের কাগজ গ্রাহকদের হাতে পৌঁছলে লেখাটি দেখে বিস্মিত হয়েছেন গ্রাহকরা। যেখানে সৈরাচার শেখ হাসিনার পতনের পর সকল সরকারি প্রতিষ্ঠান থেকে তার ছবি নামানো হয়েছে, সেখানে কেমন করে তার নাম এখনও ব্যবহার করা হচ্ছে।
বিতরণকৃত বিলের কাগজগুলোতে দেখা গেছে, পূর্বের মতো চলতি মাসেও বিদ্যুৎ বিলের অন্যান্য চার্জের সাথে মিটার ভাড়া, ডিমান্ড চার্জ ও বিবিধ চার্জ অতিরিক্ত আদায় করা হচ্ছে গ্রাহদের নিকট থেকে।
এ ব্যাপারে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পোরশা জোনাল অফিসের ডিজিএম সেকেন্দার আলী দাবী করে বলেন, তারা এক বছরের জন্য বিলের কাগজ ছাপিয়েছিলেন। পূর্বের ছাপা কাগজ ব্যবহার করার জন্য ঐ লেখাটা এখনও থেকে গেছে বলে তিনি দাবী করেন।
অপরদিকে, মিটার ভাড়া, ডিমান্ড চার্জ ও বিবিধ গ্রাহকদের নিকট থেকে অতিরিক্ত যে বিলটি নেওয়া হয় সেটা আমাদের এখান থেকে একক সিদ্ধান্তে নয়, এটি নেওয়া হয় উপরের সিদ্ধান্তে বলেও তিনি দাবী করেন।