শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
পোরশা (নওগাঁর) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় আলম হোসেন (৩০) নামের এক ওয়ারেন্টভুক্ত আসামী পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেছে। সে পোরশা উপজেলার নিতপুর জেলেপাড়ার সোহরাব হোসেনের ছেলে।
জানা গেছে, ওয়ারেন্টভুক্ত আসামি আলমকে গত সোমবার (৮ জুলাই) তার বাড়ি থেকে আটক করে পোরশা থানা পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করার জন্য বাসে করে নওগাঁ উদ্দেশ্যে দুই পুলিশ সদস্য রওনা হয়। বাসটি দুপুর দেড় টায় মহাদেবপুর সদরে থামলে ওই দুই পুলিশ সদস্য আসামী আলমকে বাসের সিটে বসে রেখে চা খেতে নামেন। এ সময় সুযোগ পেয়ে আলম বাস থেকে নেমে পালিয়ে যায়।
এ ব্যাপারে পোরশা থানার ওসি আতিয়ার রহমানকে বার বার মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।