সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ ।
পোরশা (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর পোরশায় বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। উপজেলা বিএনপির পৃথক দু’গ্রুপের আয়োজনে দিনটি পালন করা হয়। রোববার (১ সেপ্টেম্বর) বিকাল ৩টায় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরীর নেতৃত্বে পোরশা সদরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ডাঃ ছালেক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শফিউদ্দিন, সাবেক সাধারন সম্পাদক লায়ন মাসুদ রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক আজাহার আলী, যুবদলের আহবায়ক ইকবাল শাহ্, নওগাঁ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক শাহজামাল, উপজেলা ছাত্রদলের আহবায়ক হারুন অর রশিদ।
অপরদিকে, সকাল ১০টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি‘র একাংশের সভাপতি শাহ্ আহম্মেদ মোজাম্মেল চৌধুরীর নেতৃত্বে সারাইগাছী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম, মর্শিদপুর ইউপির সাবেক চেয়ারম্যান মেহেদী হাসান বকুলসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #