পোরশায় বিএনপি’র অফিসে অগ্নিকাণ্ড, ছাত্রলীগ নেতা আটক

আপডেট: নভেম্বর ৪, ২০২৪, ১:৪১ অপরাহ্ণ


পোরশা (নওগাঁ) প্রতিনিধি :


নওগাঁর পোরশায় নিতপুর ইউনিয়ন বিএনপির একাংশের অফিস রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত রোববার দিবাগত রাতে দুর্বৃত্তরা ওই অফিস ভাঙচুর ও রুমের বাইরে টাঙানো দলীয় পোস্টার ছিঁড়ে ফেলে। এবং পরে দরজা ভেঙ্গে রুমের ভিতরে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয়।

এতে অফিস রুমে থাকা একটি মোটরসাইকেল, চেয়ার-টেবিল ও কাগজপত্র পুড়ে যায়। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজওয়ানকে আটক করেছে থানা পুলিশ।

জানা যায়, নিতপুর ইউনিয়ন বিএনপির ওই দলীয় অফিসে বসতেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আজাহার আলী, ছাত্রদলের সাবেক সভাপতি শাহজাহান আলীসহ বিভিন্ন নেতাকর্মী।

এ ব্যাপারে উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আজাহার আলী জানান, তাদের অফিস ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে তারা থানায় মামলা করার প্রস্ততি নিচ্ছেন।

পোরশা থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। এবং এ ঘটনায় পোরশা উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজওয়ান নামের একজনকে আটক করা হয়েছে বলেও তিনি জানান।

Exit mobile version