পোরশায় বিএনপির অফিস পোড়ানোর মামলায় আ’লীগের ২ নেতা গ্রেপ্তার

আপডেট: নভেম্বর ৭, ২০২৪, ৯:৫৫ অপরাহ্ণ

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর পোরশা নিতপুর ইউনিয়ন বিএনপির অফিস পোড়ানোর মামলায় আওয়ামী লীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত বুধবার দিবাগত রাতে ও বৃহস্পতিবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, গাঙ্গুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও মিছিরা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে খাইরুল ইসলাম (৪৫) এবং নিতপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খৌদ্দগানইর গ্রামের হাদিউর রহমানের ছেলে হাসান (৫০)।

পোরশা থানা অফিসার ইনচার্জ শাহীন রেজা জানান, ৩ নভেম্বর দিবাগত রাতে উপজেলার নিতপুর ইউনিয়ন বিএনপির অফিস পোড়ানো হলে সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মাইদুর রহমান বাদি হয়ে ৬০জনের নাম উল্লেখ এবং ৮০/৯০ জনকে অজ্ঞাতনামা আসামি করে পোরশা থানায় মামলা দায়ের করেন।
গ্রেপ্তাকৃতদের বৃহস্পতিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

Exit mobile version