পোরশায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আপডেট: নভেম্বর ৮, ২০২৪, ৫:২৮ অপরাহ্ণ


পোরশা (নওগাঁ) প্রতিনিধি :


নওগাঁর পোরশায় বিএনপির ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার সারাইগাছী দলীয় কার্যালয়ের সামনে উপজেলা বিএনপির সভাপতি শাহ্ আহম্মেদ মোজাম্মেল চৌধুরীর নেতৃত্বে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি নুরুল ইসলাম, মেহেদী হাসান বকুল, সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম গামা, গাঙ্গুরিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি নুর আহম্মেদ, নিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল হোসেন প্রমুখ।

অপরদিকে, পোরশা সদরে সাবেক বিএনপির সিনিয়র সহ-সভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরীর নেতৃত্বে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির সাবেক উপজেলা আহবায়ক শফিউদ্দিন মন্ডল।

এসময় উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মাসুদ রানা, সাবেক সহ সাংগাঠনিক সম্পাদক আজাহার আলী, যুবদল আহবায়ক ইকবাল হাসান শাহ্, যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, এহিয়া শাহ্ মাতিয়া, জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজামান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সালাউদ্দীন প্রমুখ।

Exit mobile version