শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ ।
বিএনপি নেতা মাইদুর রহমানের শোকসভায় নেতৃবৃন্দ
পোরশা (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য মাইদুর রহমান খুনের ৪দিন পার হলেও প্রধান আসামি ও পরিকল্পনাকারীদের গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ। এতে চরম ক্ষোভ বিরাজ করছে উপজেলা বিএনপির নেতাকর্মীদের মাঝে।
যানা যায়, মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার নিতপুর গানইর এলাকায় ছুরিকাঘাতে হত্যা করা হয় বিএনপি নেতা মাইদুর রহমানকে। এ ঘটনায় তার ছোট ভাই ওবাইদুর রহমান বাদী হয়ে ২১জনকে আসামি করে পোরশা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গত বৃহস্পতিবার ১৪নং আসামি একই ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের মনিরুল ইসলাম বাদশা নামের একজনকে গ্রেফতার করা হয়। কিন্তু খুনের ৪দিন পার হলেও প্রধান আসামী ও পরিকল্পনাকারীদের গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ। এতে চরম ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
শনিবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার নিতপুর সদরে বিএনপি নেতা মাইদুর রহমানের শোকসভায় এ ক্ষোভ প্রকাশ করেন নেতারা। উপজেলা বিএনপির আয়োজনে শোকসভায় আওয়ামী সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িত সকল আসামী ও পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেফতার করে সুষ্ঠ বিচার করে ফাঁসির দাবী করে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ্ব তৌফিকুর রহমান শাহ্, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক লায়ন মাসুদ রানা, সিনিয়র যুগ্ন সম্পাদক শাকিল জাবেদ, সাবেক সহসাংগঠনিক সম্পাদক আজাহার আলী।
এসময় উপজেলা বিএনপির ও এর সকল অঙ্গ -সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মাইদুর রহমানের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। #