পোরশায় বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আপডেট: জানুয়ারি ১৪, ২০২৫, ১০:০৬ অপরাহ্ণ

পোরশা (নওগাঁ) প্রতিনিধি


নওগাঁর পোরশায় ২দিন ব্যাপি ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগীতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আউয়াল।

উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মামুনূর রশিদ, প্রাণীসম্পদ কর্মকর্তা হুমায়ন কবির, থানা অফিসার ইনচার্জ শাহীন রেজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।