পোরশায় বিষাক্ত ট্যাবলেট খেয়ে যুবকের আত্মহত্যা

আপডেট: মে ১৫, ২০২৪, ১১:৪৯ পূর্বাহ্ণ

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :


নওগাঁর পোরশায় ইঁদুর মারা বিষাক্ত ট্যাবলেট খেয়ে নাহিদ হাসান বাবু (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। নাহিদ হাসান উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সহড়ন্দ গ্রামের নাসির উদ্দীনের ছেলে।

জানা গিয়েছে, মঙ্গলবার (১৪ মে) সকালে পারিবারিক কলহের জের ধরে সকলের অজান্তে নিজ শয়ন কক্ষে ইঁদুর মারার বিষাক্ত ট্যাবলেট খান নাহিদ। পরে অসুস্থ হলে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তিনি মারা যান।

এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান জানান, পারিবারিক কলহের জেরে অভিমান করে বিষাক্ত ট্যাবলেট খেয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে বলেও তিনি জানান।