পোরশায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

আপডেট: মার্চ ২৬, ২০২৫, ৫:০৬ অপরাহ্ণ


পোরশা (নওগাঁ) প্রতিনিধি :


নওগাঁর পোরশায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস নানান কর্মসূচির মধ্যদিয়ে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার প্রত্যুষে উপজেলা পরিষদ চত্তরে ৩১ বার তোপধ্বনি দেওয়া হয়।

পরে পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংগঠন, থানা পুলিশ, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্তরের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

নিতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে কুচকাওয়াজ শেষে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনান, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাবিলা ফেরদৌস, উপজেলা কৃষি কর্মকর্তা মামুনূর রশিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক ও উপজেলার মুক্তিযোদ্ধাগণ।

 

Exit mobile version