সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ ।
পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে মানববন্ধন করা হয়েছে। বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরে বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণ, জাতীয় করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সহকারি শিক্ষকদের পদায়ন বন্ধরাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে ঘণ্টাব্যাপি ওই মানববন্ধন করা হয়।
উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনানের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান করা হয়। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি একরামুল হক শাহ্, সাধারন সম্পাদক শরিফুল ইসলাম, নিতপুর দারুস সুন্নাহ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল বাশির, শহিদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ আলী ও একাডেমিক সুপারভাইজার কনক রায়সহ উপজেলার বে- সরকারী প্রতিষ্ঠানের প্রধানগণ অংশগ্রহণ করেন।
অপরদিকে, রোববার বিকালে উপজেলায় কর্মরত প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকগণ ১০ম গ্রেড বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে মানববন্ধন করেছেন।