পোরশায় মোটরস পার্সের দোকান পুড়ে ছাই

আপডেট: জানুয়ারি ২৭, ২০২৪, ১০:২৩ অপরাহ্ণ


পোরশা (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর পোরশায় মোটরস পার্সের দোকান আগুনে পুড়ে ছাই হয়েছে। গত শুক্রবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার সারাইগাছী বাজারের রজনিগন্ধা সিনেমা হল সংলগ্ন মা মোটরস নামের এক দোকান আগুনে পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ১৫লক্ষাধীক টাকার মালামাল পুড়ে গেছে।

দোকান মালিক সারাইগাছী গ্রামের ঈসার ছেলে আল আমিন জানান, দির্ঘদিন ধরে তিনি সেখানে ব্যবসা করে আসছেন। হঠাৎ করে ঘটনার দিন রাতে তিনি খবর পেয়ে সাথে সাথে স্থানীয় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সে খবর দিলে তারা খবর পেয়ে দ্রুত এসে আগুন নেভাতে চেষ্টা করেন। কিন্তু ততক্ষনে দোকান পুড়ে ছাই হয়ে গেছে। দোকান পুড়ে যাওয়ায় বর্তমানে আর্থিকভাবে তিনি নি:স্ব।

এ ব্যাপারে পোরশা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার মাসুদ রানা জানান, তারা প্রাথমিক অবস্থায় ধারনা করছেন সর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে। তারা আগুন লাগার অনেক পরে খবর পেয়েছেন। ততক্ষনে দোকানের অনেকখানি পুড়ে গিয়েছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ