পোরশায় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিগণের সম্মানে জামায়াতের ইফতার

আপডেট: মার্চ ২৫, ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ণ


পোরশা (নওগাঁ) প্রতিনিধি :


নওগাঁর পোরশায় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিগণের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকালে উপজেলা জামায়াতের আয়োজনে উপজেলার সারাইগাছী কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার পূর্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমির সাগর আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহসাধারন সম্পাদক ও জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি নাসির উদ্দীন ও উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শফিউদ্দীন মন্ডল ও উপজেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক আজাহার আলী, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি হুজ্জাতুল্লাহ শেখ ও সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পোরশা বড় মাদ্রাসার শিক্ষক রবিউল ইসলাম প্রমুখ। উক্ত ইফতার মাহফিলে উপজেলা বিএনপি, উপজেলা ইসলামী আন্দোলন, উপজেলা গণঅধিকার পরিষদ ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীগণ অংশগ্রহণ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ