পোরশায় রাতের অন্ধকারে আগুনে ভস্মীভূত ৪টি দোকান

আপডেট: মার্চ ২৪, ২০২৫, ১:৪৬ অপরাহ্ণ


পোরশা (নওগাঁ) প্রতিনিধি :


নওগাঁর পোরশায় আগুনে ভস্মীভূত হয়েছে বাজারের ৪টি দোকান। গত রোববার দিবাগত মধ্য রাতে উপজেলার ছাওড় ইউপির বেজোড়া বাজারে ঘটনাটি ঘটে।

জানা গেছে, বাজারের শুকুর আলির মুরগির দোকানে আগুনের সূত্রপাত ঘটে। এর পর সেই আগুন ছড়িয়ে পড়ে পার্শবর্তি তরিকুলের কম্পিউটারের দোকান, আকবর আলির খড়ের দোকান ও বাবুলের সাইকেল সার্ভিস সেন্টারে। এই ৪টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। ক্ষতি হয়েছে প্রায় ৫লক্ষাধীক টাকা।

পোরশা থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক জানান, তিনি তার ফোর্স নিয়ে রাতের ডিউটি করছিলেন সারাইগাছী-বন্ধুপাড়া সড়কে। রাত ১টার কিছু সময় আগে তিনি বেজোড়া বাজার দিয়ে যাচ্ছিলেন। এসময় তিনি বাজারের দোকান আগুনে পুড়ছে দেখে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারনা করছেন ফায়ার সার্ভিস।

Exit mobile version