শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ ।
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পোরশায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় তৌফিকুল লাটা (২৮) নামের এক যুবককে গ্রেফতার করে থানা পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। গ্রেফতারকৃত যুবক উপজেলার কাশিতাড়া গ্রামের আজিজুর রহমান কালুর ছেলে।
জানা গেছে, স্থানীয় একটি কওমী মাদ্রাসায় ওই শিশু পড়ালেখা করতো। গত রোববার (২৭ অক্টোবর) বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে সে মাদ্রাসায় পড়ালেখা করতে যায়। বিকাল সাড়ে ৪টার দিকে তৌফিকুল মাদ্রাসা থেকে ডেকে নিয়ে গিয়ে গ্রামের পাশে আমবাগানে শিশুটিকে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এসে তৌফিকুলকে আটক করে। পরে স্থানীয়রা তাকে থানা পুলিশের হাতে সোপর্দ করেন।
পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা জানান, ধর্ষণের অভিযোগে ভুক্তভোগী ঔ শিশুর মা বাদী হয়ে পোরশা থানায় মামলা করেছেন। তৌফিকুলকে সোমবার (২৮ অক্টোবর) জেল হাজতে পাঠানো হয়েছে।