সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২রং মিস্ত্রি গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, নওগাঁর মহাদেবপুর উপজেলার অলংকারপুর গ্রামের বিদ্যুৎ (২৭) ও শামসুল হকের ছেলে আব্দুল আজিজ (৩০) বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার (১২ মে) সকাল ১০টার দিকে উপজেলার সারাইগাছী-মহাদেবপুর সড়কের চকগোপাল বয়লার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, আহত দু’জন মিস্ত্রি মোটরসাইকেল যোগে পোরশা আসছিলেন। এ সময় ঘটনাস্থলে তারা পৌঁছলে দুজন ব্যক্তি রাস্তা পার হতে গিয়ে তাদের মোটরসাইকেলের সামনে গিয়ে পড়ে। এ সময় তাদের সাথে ধাক্কা খেয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি তাল গাছের সাথে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।