শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
পোরশা (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর পোরশায় রাতের অন্ধকারে বাড়ির দেয়ালে সিঁধ কেটে কৃষকের গোয়াল ঘর থেকে একটি বড় গরু চুরি করে নিয়ে গেছে চোর। চুরির ঘটনাটি ঘটেছে উপজেলার ঘাটনগর ইউনিয়নের কুড়িপুকুর গ্রামের সোলেমানের বাড়িতে।
জানা গেছে, রোববার দিবাগত রাত ১টার পর কোন এক সময়ে দেয়ালে সিঁধ কেটে বাড়ির ভিতরে প্রবেশ করে গোয়াল ঘরে থাকা কয়েকটি গরুর মধ্যে লাল কালারের বড় গরুটি নিয়ে যায় চোর। বাড়ির মালিক সোলেমান সেহরী খেতে ভোরে ঘুম থেকে উঠে দেখেন তার গোয়াল ঘরে গরু নেই। চুরি হওয়া গরুর আনুমানিক মূল্য ২লক্ষ টাকা।