শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
ডিএম রাশেদ, পোরশা :
নওগাঁর বরেন্দ্র অঞ্চল পোরশা উপজেলার সারি সারি আম বাগান ছড়াচ্ছে মুকুলের মৌ মৌ গন্ধ। আম বাগানগুলোতে এখন দেখা যাচ্ছে শুধু মুকুল আর মুকুল। বাতাসে বইছে যেন মুকুলের মৌ মৌ গন্ধ। আমের বাগানগুলো ভরে উঠেছে মুকুলে মুকুলে। গাছে গাছে দৃশ্যমান সোনালী মুকুলের আভা।
মুকুলের ভারে প্রতিটি আম গাছের মাথা যেন নুয়ে পড়ার উপক্রম। মৌমাছিরা আসতে শুরু করেছে মধু আহরণের জন্য। গাছে গাছে মুকুলের সমারোহ দেখে আম চাষীদের প্রাণ যেন ভরে যাচ্ছে। সোনালী স্বপ্নে বিভোর এখন বরেন্দ্র অঞ্চলের আমচাষী আর বাগান মালিকরা। আবহাওয়া অনুকুলে থাকলে এবছর আমের বাম্পার ফলন হবে বলে আশা করছেন চাষীরা।
জানা গেছে, নওগাঁ জেলার মধ্যে সব থেকে বেশি আম চাষ হচ্ছে পোরশা উপজেলার বরেন্দ্র ভূমিতে। এবছর পুরো নওগাঁ জেলা জুড়ে প্রায় ৩০হাজার হেক্টর জমিতে আম চাষ হচ্ছে। এর মধ্যে শুধুমাত্র পোরশা উপজেলায় প্রায় ১১হাজার হেক্টর জমিতে চাষ হচ্ছে আম। চলতি বছর এ জেলায় ৩০হাজার হেক্টর জমি থেকে সাড়ে ৪লক্ষ মেট্রিক টন আম উৎপাদনের সম্ভাবনা রয়েছে।
পোরশা উপজেলার ছাতিয়া গ্রামের আমচাষী আহসান হাবিব জানান, এবছর তার আম বাগানসহ এলাকার সকলের বাগানগুলোতে গাছে গাছে প্রচুর মুকুল এসেছে। আবহাওয়া ভাল থাকলে এবারে আমের ভাল ফলন হবে বলে তিনি আশা করেন।
পোরশা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সঞ্জয় কুমার সরকার জানান, পোরশা উপজেলায় প্রতি বছর আমের উৎপাদন লক্ষমাত্রা বেড়েই চলেছে। এ উপজেলার উৎপাদিত আম অনেক সুস্বাদু হওয়ায় দেশের সকল বাজারে এখানকার আমের চাহিদা বেশ ভাল রয়েছে। আম মৌসুমের শেষ পর্যন্ত আবহাওয়া ভাল থাকলে এবছর পোরশায় আমের উৎপাদন লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।