পোরশায় কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরণ

আপডেট: অক্টোবর ১৯, ২০২৩, ১২:৪৭ অপরাহ্ণ


পোরশা (নওগাঁ) প্রতিনিধি :


নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে রবি মৌসুমের সবজি বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি’র বাস্তবায়নে ও জার্মানির ব্রেড ফর দা ওয়ার্ল্ড এর অর্থায়নে উপজেলার ছাওড় ইউনিয়নের ৪৫টি উপকারভোগী পরিবারের মাঝে রবি মৌসুমে বসত ভিটায় সবজি চাষের জন্য উন্নত জাতের সবজি বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

গত বুধবার (১৮ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় উপজেলার ছাওড় ইউপির দানিপুকুর আদিবাসী পাড়ায় সংস্থার উপজেলা সমন্বয়কারী স্টিভ রায় রুপনের সভাপতিত্বে বীজ বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী কৃষকদের মাঝে বীজ বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান।

এসময় বিভিন্ন এলাকার উপকারভোগী কৃষক, সিসিডিবি’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সিসিআরসির সভাপতি ও সম্পাদকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ