পোরশায় কৃষদের মাঝে রবি শস্য বীজ বিতরণ

আপডেট: ডিসেম্বর ৪, ২০২৩, ১০:০০ অপরাহ্ণ


পোরশা (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর পোরশায় বেসরকারি সংস্থা খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) এর আয়োজনে জলবায়ু অভিযোজিত কৃষি প্রযুক্তির উদ্ভাবন, পরীক্ষা-নিরীক্ষা এবং প্রসারের আওয়তায় তাপ সহিষ্ণু উচ্চ ফলনশীল জাতের রবি শস্য বীজ গম, সরিষা, সূর্যমুখী, আলু ও জৈব সার অসচ্ছল কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) বিকালে উপজেলার ছাওড় ইউনিয়নের দানিপুকুর গ্রামে ব্রেড ফর দা ওয়ার্ল্ড জামার্নীর অর্থায়নে অনুষ্ঠিত বীজ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাওড় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হাসান, বিআরডিবি’র প্রকল্প কর্মকর্তা মনজুরুল মোর্শেদ। সংশ্লিষ্ট সংস্থার উপজেলা কো-অর্ডিনেটর স্টিভ রায় রুপন এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারি কৃষি কর্মকতা আকমাল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।