পোরশায় চুরি হওয়া ভটভটিসহ ২চোর আটক

আপডেট: জানুয়ারি ২৭, ২০২৩, ১১:২১ অপরাহ্ণ

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর পোরশায় চুরি হওয়া একটি ভটভটিসহ ২ চোরকে আটক করেছে পোরশা থানা পুলিশ।
আটককৃতরা হলেন নিতপুর ইউপির শিতলী গ্রামের আবু তাহেরের পুত্র কামাল (২০) ও জেনারুলের পুত্র আসাদুজ্জামান (২০)।
জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে নিতপুর যমুনার বাগান পাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে আব্দুর রহিমের বাড়ির সামনে থেকে তার শ্যালো মেশিন চালিত একটি বড় ভটভটি চুরি হয়ে যায় । শুক্রবার (২৭ জানুয়ারি) ভটভটি মালিক আব্দুর রহিম বাদী হয়ে পোরশা থানায় একটি মামলা করলে পুলিশ জেলার বদলগাছি উপজেলা সদর পাকা রাস্তার উপর থেকে ভটভটিসহ দুইজনকে আটক করে। এ ব্যাপারে পোরশা থানার ওসি জহুরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ