বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৬ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় ২টি চোরাই গরুসহ ৩চোরকে আটক করেছে এলাকাবাসী। আটকৃতরা হলো নওগাঁ জেলার সাপাহার উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম, জেলার নিয়ামতপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের কাইয়ুম আলীর ছেলে বুলবুল হোসেন ও পোরশা উপজেলার সহড়ন্দ গ্রামের হামিদ মোল্লার ছেলে হাফিজুর মোল্লা।
জানা গেছে, পোরশা উপজেলার দয়াহার শেখপাড়া গ্রামের হাসিম মন্ডলের ছেলে শামসুল আলমের বাড়িতে গত বুধবার দিবাগত গভীর রাতে কৌশলে বাড়ির মেইন গেটের তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে গোয়ালে থাকা দুটি গরু চুরি করে নিয়ে যায় চোর। ভোররাতে ভটভটিতে করে চুরি করা গরু নিয়ে পার্শ্ববর্তী নিয়ামতপুর উপজেলার শালবাড়ি এলাকার রাস্তা দিয়ে যাচ্ছিল চোরেরা।
স্থানীয়রা দেখতে পেয়ে সন্দেহ হলে গাড়ি ও গরুসহ তাদেরকে আটক করে। গরুর মালিক শামসুল আলম খোঁজাখুজির এক পর্যায়ে সেখানে পৌঁছালে তার গরু সনাক্ত করে। পরে সেখান থেকে গরু ও ভটভটিসহ হাতেনাতে তিন চোরকে আটক করে পোরশা থানায় সোপর্দ করায় গরুর মালিক ও এলাকাবাসীরা।
এ ঘটনায় গরুর মালিক শামসুল আলম বাদী হয়ে পোরশা থানায় ৭জনকে আসামি করে একটি মামলা করেছেন।
এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জানান, মামলা হওয়ার পর শুক্রবার সকালে আটক ৩চোরকে জেল হাজতে পাঠানো হয়েছে। এবং অপর ৪আসামীকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।