পোরশায় দলিল লেখকের ইন্তেকাল

আপডেট: জানুয়ারি ১১, ২০২৪, ১২:৫৯ অপরাহ্ণ


পোরশা (নওগাঁ) প্রতিনিধি :


নওগাঁর পোরশায় সিনিয়র দলিল লেখক মোজাম্মেল হক ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত বুধবার (১০ জানুয়ারি) বিকাল ৫টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮বছর। মৃত্যুর আগ পর্যন্ত তিনি উপজেলা দলিল লেখক সমিতির সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম হাফিজের বাবা।

জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত কারণে নানান রোগে ভুগছিলেন। বেশ কিছুদিন ধরে তিনি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছিলেন। গত বুধবার সন্ধার আগে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুতে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লাহ, নিতপুর ইউপি চেয়ারম্যান এনামুল হক, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি সুলতান আহম্মেদ, সাংবাদিক ডিএম রাশেদ প্রমুখ।