পোরশায় নবাগত ইউএনও’র মতবিনিময়

আপডেট: ডিসেম্বর ১৯, ২০২৩, ৯:২৮ অপরাহ্ণ

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর পোরশায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায় এর যোগদান উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুছ আলী। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় সাংবাদিক অংশগ্রহণ করেন।