পোরশায় বিজয় দিবস পালন

আপডেট: ডিসেম্বর ১৬, ২০২৩, ২:২৪ অপরাহ্ণ

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর পোরশায় মহান বিজয় দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টায় উপজেলার সরাইগাছি বাজারের বিজয় স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে ৩১বার তোপধ্বনী ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনটির সূচনা করা হয়। এরপরই উপজেলা পরিষদ এবং স্থানীয় প্রশাসনের পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও ইউএনও শ্রাবণী রায় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন।

এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ্ আলম সরদার, এল.জি.ইডি প্রকৌশলী সাব্বির আহম্মেদ, মৎস কর্মকর্তা মনিরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও ইউএনও শ্রাবণী রায় নিতপুর সরকারি স্কুল আ্যন্ড কলেজ মাঠে থানা পুলিশের সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের প্রদর্শিত মার্চপাষ্টে ছালাম গ্রহন করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য শেষে ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন।

অপরদিকে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও উপজেলা আওয়ামী লীগের পক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম ও সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন স্থানীয় নেতাকর্মীদের নিয়ে বিজয় স্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন।