পোরশায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

আপডেট: মার্চ ২৬, ২০২৩, ২:১৫ অপরাহ্ণ


পোরশা (নওগাঁ) প্রতিনিধি :


নওগাঁর পোরশায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস নানান কর্মসূচির মধ্যদিয়ে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংগঠন, থানা পুলিশসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে সারাইগাছী বাজারে অবস্থিত বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তার, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, জনস্বাস্থ্য কর্মকর্তা মিলন কুমার রায়, উপজেলা সহকারি রেজিষ্টার খালেদা বেগম, দলিল লেখক সমিতির সভাপতি সুলতান আহমেদ প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ