পোরশা সীমান্তে চোরাই গরু উদ্ধার

আপডেট: মার্চ ২৫, ২০২৪, ১১:০১ অপরাহ্ণ

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :নওগাঁর পোরশা সীমান্ত এলাকা থেকে মালিক বিহীন ভারতীয় ১টি গরু ও ১টি বকনা বাছুর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৫ মার্চ) ভোরে চোরাই গরু গোপন সংবাদের ভিত্তিতে নিতপুর বিওপি টহল কমান্ডার সুবেদার মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি টহল দল বিওপি হতে আনুমানিক ৩ কিলোমিটার উত্তর দিকে এবং সীমান্ত মেইন পিলার ২৩১ এর ৫০০গজ বাংলাদেশের অভ্যন্তরে টেকঠা মাঠের মধ্য হতে চোরাই গরু গুলি উদ্ধার করে। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। গরুগুলির আনুমানিক মূল্য ৭৫হাজার টাকা। উদ্ধারকৃত গরুগুলি পত্নীতলা কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।