সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় ৪টি গরু উদ্ধার করেছে ১৬ বিজিবি নিতপুর ক্যাম্পের টহলদল। সোমবার (২৭ নভেম্বর) রাতে উপজেলার নিতপুর শীতলঘাট এলাকা থেকে গরুগুলো উদ্ধার করা হয়।
জানা যায়, গোপন সংবাদ পেয়ে বিজিবি’র টহল দল বিওপি হতে আনুমানিক ১০০০ গজ পশ্চিম-দক্ষিণ দিকে এবং সীমান্ত পিলার ২৩০/২ এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিতল ঘাট নামক এলাকায় অভিযান পরিচালনা করে ৪টি গরু উদ্ধার করে। এসময় বিজিবিʼর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।
নিতপুর বিওপি কমান্ডার সুবেদার মাহফুজুর রহমান জানান, গরু গুলোর আনুমানিক মূল্য ৬ লক্ষ টাকা। সোমবার পত্নীতলা উপজেলার নজিপুর কাস্টম অফিসে জমা করা হয়েছে ।